দৌলতদিয়ার পায়াকট সেফ হোমে ইউএনও’র মানবিক সাহায্য প্রদান

মইনুল হক মৃধা || ২০২৪-০৩-০১ ১৪:৫১:৪৭

image

‘মানুষ মনুষের জন্য, জীবন জীবনের জন্য’ এ কথাকে ধারন করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পায়াকট বাংলাদেশের সেফ হোমের শিশুদের মাঝে গতকাল ১লা মার্চ বেলা ১২টায় মানবিক সাহায্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
 মানবিক সাহায্য হিসেবে ১০ কেজি চাল, ২কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি লবন, ২ লিটার সয়াবিন তেল, মরিচ গুড়া, ধুনিয়া গুড়া, হলুদ গুড়া প্রভৃতি প্রদান করেছেন।
 এ সময় গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন, পায়াকট বাংলাদেশের ম্যানেজার মজিবুর রহমান খান জুয়েল ও প্রোগ্রাম অফিসার(শিক্ষা) শেখ রাজীব প্রমুখ উপস্থিতি ছিলেন ।
 গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দেশের প্রতিটি শিশুরই সমান নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। হোমের কিংবা পরিবারের শিশু বলে কোন শিশুকে পার্থক্য করা উচিত নয়। আজকে এই সকল শিশুর মাঝে এসে আমার ভাল লেগেছে। তাদের জন্য কষ্টও লেগেছে। আমি আমার জায়গা হতে সর্বদা এ সকল শিশুদের পাশে থাকার চেষ্টা করব।
 পায়াকট বাংলাদেশের ম্যানেজার মজিবুর রহমান খান জুয়েল বলেন, পাশ্ববর্তী দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় শিশুরা তাদের সেফ হোমে থাকে। একটা সময় এখানে শতাধিক শিশু থাকত। তাদের অনেকে এখানে থেকে বড় হয়ে আজ সুপ্রতিষ্ঠিত। অনেক মেয়ের বাইরের সামাজিক পরিবেশে বিয়ে হয়েছে। তারা এখন সুখের সংসার করছে। এই হোমই তাদের বাবার বাড়ি। সন্তানদের নিয়ে তারা মাঝে মধ্যে এখানে বেড়াতে আসে। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ হোমে সরকারী এবং দাতা সংস্থার সব ধরনের সহযোগিতা বন্ধ রয়েছে। যে কারণে এখানে শিশুর সংখ্যা কমতে কমতে বর্তমানে মাত্র ১০ জন শিশু রয়েছে। পায়াক্ট এর চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে তাদের পরিচালনা করছেন। আজকে উপজেলা নির্বাহী অফিসারের সহানুভূতি আমাদেরকে উজ্জীবিত করেছে। তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com