রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ১লা মার্চ বিকালে পাংশা আদি মহাশ্মশানে চলমান মাঘী পূর্ণিমা উৎসবের মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে রাজবাড়ী জেলাবাসীকে সম্মানিত করেছেন। সবার কাছে দোয়া কামনা করে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি বলেন, আমি যেন সুনামের সাথে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ উজ্জ্বল করতে পারি। রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্বারোপ করেন। পাংশা আদী মহাশ্মশান উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে পাংশা আদী মহাশ্মশানের পক্ষ থেকে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপিকে মানপত্র পাঠ অন্তে প্রদান করেন হাবাসপুর ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু।
পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা আদি মহাশ্মাশান কমিটির সাধারণ সম্পাদক দীপক কুন্ডু ও যুগ্ম সাধারণ সম্পাদক লিটন কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের একান্ত সচিব(উপ-সচিব) ও সাবেক পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজ গোবিন্দ দে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা কার্তিকসহ পাংশা আদি মহাশ্মশান, পূজা উদযাপন পরিষদ ও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাংশা আদি মহাশ্মশানে মাঘী পূর্ণিমা উৎসব-২০২৪ উপলক্ষে বিশ্বের সকল জীবের মঙ্গল ও শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা, শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা ও ৭২ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান এবং শ্মশান মাঠে মেলার আয়োজন করা হয়েছে।
আগামী ৩রা মার্চ মহানামযজ্ঞ অনুষ্ঠান সমাপন, শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ ও প্রসাদ বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে ৮৫তম ৭২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হবে। এর আগে ২২শে ফেব্রুয়ারী জাঁকজমকভাবে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com