প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় পীর আব্দুল কাদের জিলানী(রঃ) এর মাজার জিয়ারত করার জন্য ইরাকের বাগদাদ শরীফের মোতওয়াল্লী হযরত শেখ খালিদ আব্দুল কাদের মনসুর আল জিলানী(রঃ) আমন্ত্রণ জানিয়েছেন।
আজ ৩রা মার্চ সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারী নূর এলাহী মিনা এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, হযরত শেখ খালিদ আব্দুল কাদের মনসুর আল জিলানী(রঃ) ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইরাক সফরের সময় মাজার জিয়ারতের কথাও বলেন প্রধানমন্ত্রীকে। তিনি প্রধানমন্ত্রীকে জালিপাকের ছবি ও মাজারের গিলাফও উপহার দেন। বাংলাদেশ ও ইরাকের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে মোতওয়াল্লী বলেন, বাংলাদেশের মানুষ বড় পীরকে অনেক সম্মান করে।
শেখ হাসিনা বলেন, নিমতলীর ভয়াবহ অগ্নিকান্ডের পর তিনি দুটি শিয়া মেয়েকে দত্তক নেন এবং তাদের বিয়ের অনুষ্ঠান তাঁর মেয়ের মতো আয়োজন করেন। তিনি বাংলাদেশ সফরের জন্য হযরত শেখ খালিদ আব্দুল কাদের মনসুর আল জিলানী(রঃ) কেও ধন্যবাদ জানান।
এ সময় বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক সংসদ সদস্য কোরায়েশী, আঞ্জুমান কাদেরিয়া বাংলাদেশের সভাপতি মোঃ মাহবুব উল আলম, কোষাধ্যক্ষ সৈয়দ মামনুন কাদের, এর সদস্য জিয়াউল জামাল আবু সোয়াইদ সিদ্দিকী ও মোহাম্মদ খায়রুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশে সফররত ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর দরবার শরীফের বর্তমান শাজ্জাদানশীল পীর হযরত সৈয়দ শাহ্ ইয়াসুব আলী আল কাদেরী আল হাসানী-আল হুসাইনী আল বাগদাদী(মাঃ জিঃ আঃ) ও আঞ্জুমান-ই-কাদেরিয়া বাংলাদেশের বিশেষ আমন্ত্রণে ইরাকের বাগদাদ শরীফের বর্তমান মোতাওয়াল্লী হযরত শেখ খালিদ আব্দুল কাদের মনসুর আল জিলানী(রঃ) ৫দিনের জন্য বাংলাদেশে আসেন এবং আজ রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com