সমাধিনগর আর্য সংঘ মাধ্যমিক স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

তনু সিকদার সবুজ || ২০২৪-০৩-০৫ ১৪:১৫:৫২

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর আর্য সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন গতকাল ৫ই মার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয় চলে বিকাল ৪টা পর্যন্ত।

 নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। 

 তিনি জানান, এ নির্বাচনে মোট ভোটার  সংখ্যা  ৩৮৭জন। সংরক্ষিত মহিলা অভিভাবক পদে ২২৯ ভোট পেয়ে সুন্দরী রানী মন্ডল ১ম ও ১৩৯ ভোট পেয়ে স্বপ্না বালা ২য় নির্বাচিত হন। পুরুষ অভিভাবক পদে রঞ্জন রায় ২৫৫ ভোট পেয়ে ১ম, মিহির বরণ সরকার ২১৭ ভোট পেয়ে ২য়, সুজন বিশ্বাস ২০০ ভোট পেয়ে ৩য় ও উজ্জল কুমার  ঘোষ ১৯৩ ভোট ৪র্থ ও দাতা সদস্য হিসেবে সমীরন মন্ডল নির্বাচিত হয়েছেন।

 ফলাফল ঘোষণাকালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com