স্কুলের মাঠে শুকানো হচ্ছে ধান॥পড়াশোনায় ব্যাঘাতসহ খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

হেলাল মাহমুদ || ২০২৪-০৩-০৫ ১৪:১৮:০৬

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৩৯নং বড় সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ধান, পাতা, গোবরসহ বিভিন্ন ফসল শুকানোর নিরাপদ স্থান হয়ে উঠেছে।

 ফলে দুর্গন্ধে স্কুলের কার্যক্রম ব্যাঘাতের পাশাপাশি ওই বিদ্যালয়ের তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থী খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। 

 ওই বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, বিদ্যালয়ের মাঠে ধান, পাতাসহ নোংরা আর্বজনা রাখায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা মাঠে খেলাধূলা করতে পারছে না।

 সরেজমিনে গতকাল ৫ই মার্চ বেলা ১১টার দিকে  সেখানে গিয়ে দেখা যায় এক মহিলা বিদ্যালয়ের মাঠে ধান শুকানোর কাজে ব্যস্ত রয়েছে। ফলে শিক্ষার্থীদের চলাফেরায় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।

 ওই বিদ্যালয়ের অভিভাবক রোজিনা বেগম বলেন, বিদ্যালয়ের মাঠে ধান শুকানোর কারণে আমাদের বাচ্চাদের চলাচল করতে কষ্ট হয়। 

 বিদ্যালয়ের ছাত্র রকিবুল বলেন, মাঠের মধ্যে ধান শুকালে আমরা খেলাধুলা করবো কিভাবে। সরকারের কাছে আমাদের দাবী বিদ্যালয়টি এখান থেকে অন্যত্র নিয়ে সেখানে ভাল একটি খেলার মাঠ তৈরী করলে আমরা খেলতে পারবো।

 বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, স্কুলের জায়গা একেবারেই সংকুলান হওয়ায় মাঠে শিক্ষার্থীদের খেলার স্থান নেই। যতটুকু রয়েছে সেখানে আশেপাশের বাসিন্দারা ধান শুকানোর কাজে ব্যবহার করেন। তাদের কিছু বলতে গেলে নানান রকম কথা আমাদের শোনান তারা।

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আঞ্জুমান আরা বেগম বলেন, নুরু মন্ডলপাড়া, ওমর আলী মোল্লার পাড়া, ইদ্রিস মিয়ার পাড়া, কিয়ামদ্দিন মোল্লাপাড়া, শাহ ব্যাপারী পাড়াসহ ৫টি গ্রামের ৩শতাধিক শিক্ষার্থী এ বিদ্যালয়ে লেখাপড়া করে। অথচ বিদ্যালয়ের পাশের বাসিন্দারা আমাদের বিদ্যালয়ের মাঠে ধান, গোবর, পাতা, ফসল ইত্যাদি মাঠের মধ্যে এনে শুকানোর কাজ করেন। বার বার বিষয়টি তাদের নিষেধ করা সত্বেও তারা কর্ণপাত করেন-না।

 এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মাঠে খেলাধুলার প্রয়োজন রয়েছে। অথচ বিদ্যালয়ের সেই মাঠে স্থানীয় বাসিন্দারা ধান শুকিয়ে লেখাপড়ার পরিবেশ নষ্ট করছেন।

 সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে খেলাধুলার মাঠের বিষয়টি নিয়ে অতি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com