পাংশায় মোবাইল কোর্টে এক মাদকসেবীর জেল

মিঠুন গোস্বামী || ২০২৪-০৩-০৫ ১৪:১৯:০৫

image

রাজবাড়ী জেলার পাংশায় মাদক সেবনের দায়ে নাসির উদ্দিন মল্লিক(২৫) নামে এক মাদকসেবীকে তিন মাসের কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট।

 গতকাল ৫ই মার্চ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ দন্ডাদেশ দেন।

 দন্ডপ্রাপ্ত নাসির উদ্দিন মল্লিক উপজেলার পাট্টা ইউনিয়নের মাদুলিয়া এলাকার আলাউদ্দিন মল্লিকের ছেলে। 

 উপ-পুলিশ পরিদর্শক মোঃ ওবাইদুর রহমান জানান, নাসির উদ্দিন একজন মাদকসেবী। তার পিতা-মাতার অভিযোগের প্রেক্ষিতে পাট্টা ইউনিয়নের মাদুলিয়া থেকে মাদক সেবন অবস্থায় তাকে আটকের পরে মোবাইল কোর্ট উক্ত কারাদন্ড প্রদান করে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com