রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ৬ই মার্চ সকালে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় দেশীয় গুলশা প্রজাতির মাছ চাষ প্রদর্শনীর পুকুরে পোনা অবমুক্ত করা হয়েছে।
পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ আনুষ্ঠানিকভাবে গুলশা প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
জানা যায়, গতকাল বুধবার সকাল ১০টার দিকে পাংশা পৌরসভার মৈশালা এলাকার ইউনুস আলী আহম্মদের প্রদর্শনী পুকুরে গুলশা প্রজাতির ৮কেজি মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
আগেরদিন ৫ই মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে উল্লেখিত প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে রয়েছে ৩৩কেজি চুন, ১০কেজি ইউরিয়া, ১০কেজি টিএসপি ও ভাসমান খাবার ১৫০ কেজি।
পাংশা উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ গুলশা প্রজাতির মাছ চাষ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উভয় কর্মসূচিতে পাংশা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ রাশেদুজ্জামান, জনপ্রতিনিধি, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com