রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে জেলেদের চাল কম দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৩-০৭ ১৪:১৫:২৮

image

 রাজবাড়ী পৌরসভা এলাকার শতাধিক জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবের বিরুদ্ধে। 

 বরাদ্দের চেয়ে কম চাল না নিলে তালিকা থেকে নাম কেটে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে তাদের।

 গতকাল ৭ই মার্চ দুপুরে রাজবাড়ী পৌরসভায় এ ঘটনা ঘটে। পরে চাল না নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে অবস্থান কর্মসূচী পালন করেন এসব জেলেরা।

 এ সময় তারা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবের প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা হলে জেলেদের সাথে কথা বলতে নিচে আসেন সহকারী কমিশনার মোঃ সাইদুল ইসলাম।

 জানা গেছে,  আগামী ১১ই মার্চ থেকে ১৭ই মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ শুরু হবে। এই সময় জেলেদের জাটকা ইলিশ ধরা বন্ধ রাখতে জেলেদের সহায়তা করা হয়। ফেব্রুয়ারী থেকে মে মাস পর্যন্ত নিবন্ধিত জেলেদের সহায়তা করা হয়। এ সময় প্রতি জেলে পরিবারের জন্য মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। গতকাল ৭ই মার্চ দুপুরে রাজবাড়ী পৌরসভায় ফেব্রুয়ারী ও মার্চ এই দুই মাসে ৮০ কেজি চাল দেওয়ার কথা ছিল। কিন্তু চাল নিতে গিয়ে ৮০ কেজির পরিবর্তে ৭০-৭২ কেজি করে চাল দেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেন জেলেরা। 

 জেলেদের অভিযোগ, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব দালাল চক্রের মাধ্যমে জেলেদের তালিকা প্রস্তুত করেন। রাজবাড়ী সদর উপজেলায় প্রকৃত জেলেদের বাদ দিয়ে তিনি এই তালিকা করেন। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের জেলেদের নাম ইচ্ছে করে বাদ রাখেন। যাদের নাম তালিকায় রাখেন তাদের চাউল কম দেন। দ্রুত সময়ের মধ্যে রাজবাড়ী থেকে তাকে সরিয়ে নেওয়ার দাবী তাদের।

 ভুক্তভোগী সনাতন হালদার, সিদাম হালদার, তরুন হালদার, সুবাস হালদার, শ্রীকৃষ্ণ হালদার বলেন, আমাদের তালিকাভুক্ত জেলেদের প্রত্যেককে ৮০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু পৌরসভা থেকে চাল আনতে গেলে তারা ৭০ কেজি করে চাল দিচ্ছে। আমরা এর প্রতিবাদ করলে তারা বলে যে চাল নিলে নেন না নিলে যান। এছাড়াও তালিকা থেকে নাম কেটে দেওয়ারও হুমকি দেয় আমাদের। আমরা গরীব মানুষ বছরে ১/২ বার আমরা সরকারী চাল পাই। সেটাও যদি কম দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাবো। তাই বাধ্য হয়ে আমরা ডিসি অফিসের সামনে বিক্ষোভ করেছি। এই চাল কম দেওয়ার পিছনে যারা জড়িত তাদের শাস্তির দাবী জানাচ্ছি।

 জেলেদের অবস্থান কর্মসূচীতে স্থগিতের জন্য জেলেদের অনুরোধ করেন সহকারী কমিশনার মোঃ সাইদুল ইসলাম। তিনি বলেন, তাদের অভিযোগ উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফা আল রাজীবের বিরুদ্ধে। তাদের অভিযোগের বিষয়টি আমি শুনেছি। আমি তাদের অনুরোধ করেছি বিষয়টি লিখিত আকারে জেলা প্রশাসক বরাবর জানাতে।

 তবে উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফা আজ রাজীব এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, জেলেদের অভিযোগ ভিত্তিহীন। আমরা নিয়ম মেনে তালিকা প্রস্তুত করি।

 এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, আমি ছেলের পরীক্ষার জন্য ছুটিতে রাজশাহীতে এসেছি। চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জেলেদের চাল কম দেওয়ার কোন সুযোগ নেই। প্রত্যেক জেলে ৮০ কেজি করেই চাল পাবে। কি কারণে চাল কম দেওয়া হচ্ছে এ বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com