পাংশা পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ কুন্ডু আর নেই

মোক্তার হোসেন || ২০২৪-০৩-০৮ ১৪:১৪:৪৮

image

 রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের ৫বারের নির্বাচিত কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবী গোবিন্দ চন্দ্র কুন্ডু(৫৮) গতকাল ৮ই মার্চ সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় লিজা হেলথ কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।

 পাংশা শহরে নারায়নপুর গ্রামের মৃত হরিপদ কুন্ডুর পুত্র গোবিন্দ চন্দ্র কুন্ডু, পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের ৫বারের নির্বাচিত কাউন্সিলর, ডন এনজিও’র চেয়ারম্যান ও লিজা হেলথ কেয়ারের অন্যতম পরিচালকসহ শিক্ষা, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।

 জানা যায়, এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব গোবিন্দ চন্দ্র কুন্ডু দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। ভারতসহ বিভিন্ন স্থানে তার চিকিৎসা চলে।

 গতকাল শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পাংশা শহরে লিজা হেলথ কেয়ারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 এদিকে গোবিন্দ কুন্ডুর অকাল মৃত্যুতে হিন্দু-মুসলিম সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সন্ধ্যায় তার মৃতদেহ পাংশা পৌরসভায় নেওয়া হলে পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাষ্টার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার, পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সোরাপ মন্ডল, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব মোল্লা, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার মাহাবুবুর রহমান রিপন, পাংশা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী, ডন এনজিও’র পক্ষ থেকে ব্যবস্থাপক সমিরন ওঝা প্রয়াত গোবিন্দ কুন্ডুর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

 পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ মোঃ রকিবুল ইসলাম শামীম, লিজা হেল কেয়ার, এনজিও ডন, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গোবিন্দ কুন্ডুর অকাল মৃত্যুকে শোক প্রকাশ করেছেন। রাতে পাংশা আদি মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

 মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র সন্তান, ৫ভাইসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com