বালিয়াকান্দিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা

তনু সিকদার সবুজ || ২০২৪-০৩-১০ ১৫:৩৪:৫৪

image

‘দুর্যোগ প্রস্তুুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১০ই মার্চ সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সৈয়দ শরাফত আলী ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা প্রমূখ বক্তব্য রাখেন।

 র‌্যালীর পূর্বে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে ফায়ার সার্ভিসের সদস্যরা মহড়া প্রদর্শন করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com