রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে গতকাল ১১ই মার্চ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শুরুতে অতিথিদের ফুলের শুভেচ্ছা ও ব্যাচ পড়িয়ে দেয়া হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আজম আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে আকিজ সিমেন্ট কোম্পানির এরিয়া ম্যানেজার মোঃ আফজাল উদ্দিন একরাম লাবু, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কাজী হেফাজত আলী টিটো, বিদ্যালয়ের কো-অপ সদস্য মোঃ মিজানুর রহমান মিঠু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম বিশ্বাস।
এ সময় বিদ্যালয়ের সদস্য মোঃ বকুলউজ্জামান, মহিলা সদস্য মোছাঃ রোকসানা পারভীন, শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, মোঃ মশিউর রহমান, মহিলা শিক্ষক প্রতিনিধি শামসুন্নাহারসহ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com