রাজবাড়ীতে শিশু সুরক্ষা বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

মইনুল হক মৃধা || ২০২৪-০৩-১১ ১৪:৪৩:২১

image

রাজবাড়ী জেলার দৌলতদিয়ার মুক্তি মহিলা সমিতির(এমএমএস) আয়োজনে গতকাল ১১ই মার্চ সকাল ১১টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে জেলা প্রশাসকের কার্যালয় এবং তেরে দেস হোমস(টিডিএইচ) এর সহযোগিতায় দুই দিনব্যাপী শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। 

 রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সুবর্ণা রাণী সাহার সভাপতিতে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবায়েত মোঃ ফেরদৌস ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলিমুর রেজা বক্তব্য রাখেন।

 এ সময় কেকেএস-এর নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক গৌতম চন্দ্র দে,  তেরে দেস হোমস (টিডিএইচ) চাইল্ড প্রটেকশন কো-অর্ডিনেটর মোঃ জুনায়েদ, সিনিয়র রিচার্জসার সুরজিত কুন্ডুসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 কর্মশালায় প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তি মহিলা সমিতি(এমএমএস) এর নির্বাহী পরিচালক মর্জিনা বেগম ও কর্মশালা সঞ্চালনা করেন মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর মোঃ আতাউর রহমান মনজু।

 দুইদিন ব্যাপী কর্মশালার প্রথম দিনে শিশুদের সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com