কালুখালীতে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালুখালী প্রতিনিধি || ২০২৪-০৩-১২ ১৪:৫৮:১৩

image

 কালুখালী উপজেলাতে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প(বারটান অংগ) উদ্যোগে গতকাল ১২ই মার্চ খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

 কালুখালী উপজেলা পরিষদের হলরুমে গত ১০ই মার্চ এসএএও, স্কুল শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী ও অন্যান্যদের অংশগ্রহণে এ কর্মাশালার আয়োজন করে উপজেলা কৃষি অফিস। এতে ৬০জন প্রশিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।

 এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষনার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

 কর্মশালায় কালুখালী উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের  কর্মকর্তা ডাঃ নাহিদা ইয়াসমিন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট(বারটান) এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাইমুর রহমান, বারটান’র সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আল শাহরিয়ার রমজান প্রমূখ উপস্থিত ছিলেন।

 প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের ব্যাগ প্রদান করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com