বালিয়াকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

তনু সিকদার সবুজ || ২০২৪-০৩-১২ ১৪:৫৯:০৫

image

 বালিয়াকান্দি উপজেলাতে গত ১১ই মার্চ দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে মোঃ রুবেল বিশ্বাস(২৮) নামের সাজাপ্রাপ্ত আসামী ও সাজ্জাদ শেখ(২৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 গ্রেফতারকৃতরা হলো- জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের নবিয়াল বিশ্বাসের ছেলে সাজাপ্রাপ্ত আসামী রুবেল বিশ্বাস এবং ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী গ্রামের আকবর শেখের ছেলে মাদক ব্যবসায়ী সাজ্জাদ শেখ।

থানা সূত্রে জানা গেছে, গতকাল ১১ই মার্চ রাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার থেকে রুবেল বিশ্বাস ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর থেকে মাদক বিক্রেতা সাজ্জাদ শেখকে গ্রেফতার করা হয়েছে।

 বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজিবুল ইসলাম রাজীব সঙ্গীয় ফোর্স জামালপুর বাজার থেকে ১বছরের সাজাপ্রাপ্ত আসামী রুবেল বিশ্বাস ও ভীমনগর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী সাজ্জাদ শেখকে ২শ গ্রাম গাজাসহ গ্রেফতার করে। ২০২২ সালে একটি যৌতুকের মামলায় রুবেলের ১বছরের সাজা হয়। তার পর থেকে সে পলাতক ছিল।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com