গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া মাছ বাজারে গতকাল ১৩ই মার্চ সকালে অভিযান চালিয়ে ৯ কেজি জাটকা ইলিশ জব্দ ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। উদ্ধারকৃত জাটকা ইলিশগুলো স্থানীয় একটি এতিমখানা প্রদান করা হয়।
জানা গেছে, দৌলতদিয়া মাছ বাজারে এ অভিযান চালিয়ে জাটকা ইলিশ কেনা-বেচার সাথে জড়িত তিন ব্যবসায়ীকে ২হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসার ড. সুবর্ণা ফেরদৌস, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কৃষ্ণ লাল দাস ও দৌলতদিয়া নৌ-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জাটকা ইলিশ শিকার শাস্তিযোগ্য অপরাধ। জাটকা ইলিশ সংরক্ষণ করা গেলে নদীতে সারা বছর ইলিশ পাওয়া যাবে এবং দেশের মানুষ স্বল্পমূল্যে ইলিশ মাছ খেতে পারবে। তাই এ বিষয়ে আমাদের সকলকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com