বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকশাডাঙ্গী এলাকায় শরিকানা সম্পত্তির উপর দিয়ে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে গতকাল ১৩ই মার্চ সকালে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত উভয় পক্ষের ৮জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলো- মিঠু শেখের পক্ষের রবিউল ইসলাম রবি, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, ফরিদ হোসেন আহত।
অন্যদিকে জাহিদ শেখের পক্ষের অহিদা বেগম, সালেক শেখ, অনিচ শেখ ও আলেয়া বেগম আহত হয়েছেন। তারা সবাই বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, প্রায় ১০বছর আগে উপজেলা চেয়ারম্যান নিজে অবস্থান করে ২২শ মিটার মাটির নতুন রাস্তা করেন। তবে মালিকানা সম্পত্তির উপর রাস্তা হওয়ায় বিপত্তি ঘটে। গতকাল ১৩ই মার্চ সকালে সেই রাস্তায় ইটের সলিং করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব শেখ বলেন, রাস্তায় ইট দেওয়াকে কেন্দ্র করে মোঃ মিঠু শেখ ও মোঃ জাহিদ শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষের ইট ছুড়াছুড়িতে বেশ কয়েক জন আহত হয়। জাহিদ গ্রুপ মামলায় বাড়তি সুবিধা পেতে নিজেদের রান্না ঘরে নিজেরাই আগুন লাগিয়েছে।
মোঃ মিঠু শেখ বলেন, জাহিদ গ্রুপ দীর্ঘদিনের রাস্তা ঘুরিয়ে আমার ঘরের পাশ দিয়ে করতে চায়। তারা গায়ের জোর খাটিয়ে এই কজ করতে চায়। ওরা বিকাশ হ্যাকার, তাই টাকার জোর বেশি। আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেছে। ৪জন হাসপাতালে ভর্তি। এছাড়াও বেশ কয়েক জন আঘাত পেয়েছে।
মোঃ জাহিদ শেখ বলেন, আমরা বাড়ির ভেতর দিয়ে রাস্তা করতে নিষেধ করছি। পাশ দিয়ে আমরা ব্যক্তিগত ভাবে রাস্তা করে দিছি। কিন্তু তারা তা মানতে চায় না। জোর করে আজ ইটের সলিং করতে শুরু করে। বাঁধা দিলে তারা আমাদের উপর হামলা করেছে। আমাদের ২টি রান্না ঘরে আগুন লাগিয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, রাস্তায় নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধা। আপাতত রাস্তার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। নিজেদের রান্না ঘরে নিজেরাই আগুন লাগিয়েছে। এছাড়াও উভয় পক্ষের কয়েকজন সামান্য আহত আছে। এখনও কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com