দৌলতদিয়ায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

মইনুল হক মৃধা || ২০২৪-০৩-১৩ ১৬:০৭:২৭

image

 গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া এলাকায় গত ১২ই মার্চ দুপুরে আগুনে পুড়ে নিঃস্ব মোঃ সোহরাফ শেখের পরিবারের পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন।

 ক্ষতিগ্রস্ত সোহরাফ শেখের বাড়ি গতকাল ১৩ই মার্চ পরিদর্শন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।

 পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ভাবে ১০দিনের খাদ্য সহায়তা হিসেবে চাউল, আলু, তেল, লবন, চিনি, মশুর ডাল, ২টি কম্বল প্রদান করেন। এছাড়া পরিবারটিকে যত দ্রুত সম্ভব সরকারী ঢেউটিন ও নগদ অর্থ দেয়ার আশ্বাস প্রদান করেন।

 এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল ও স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

 এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া এলাকার আগুনে পুড়ে যাওয়ার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সার্বিক সহায়তার জন্য ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে রয়েছে উপজেলা প্রশাসন। আমরা যতদ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করবো। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com