পাংশা প্রেসক্লাব সভাপতি রাসেলের পিতা মোহাম্মদ আলীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৩-১৪ ১৬:২৬:৩৯

image

 রাজবাড়ী জেলার পাংশা প্রেসক্লাবের সভাপতি, এশিয়ান টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি এস.এম রাসেল কবিরের পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোহাম্মদ আলী শেখ ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 গতকাল ১৪ই মার্চ সন্ধ্যা ৬টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫বছর। তিনি মোঃ আলী শেখ বাহাদুপুর ইউনিয়নের বিলগজারিয়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪জন ছেলে সন্তান ও ১জন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রহে রেখে গেছেন।

 আজ ১৫ই মার্চ সকাল ১১টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিলগজারিয়া গ্রামের বাড়িতে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে বিলগজারিয়া কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com