রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কর্মসূচি

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৩-১৪ ১৬:৩১:২২

image

 আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অপরিসীম ভালোবাসার স্বীকৃতিস্বরূপ এ দিনটিকে ‘জাতীয় শিশু দিবস উপলক্ষে ঘোষণা করা হয়েছে। 

 এ বছর জাতীয় শিশু দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে’ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাহেন্দ্রক্ষণে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজনে দিনব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

 দিবসটি উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তলন, সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ে সামনে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে শিশুদের নিয়ে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন, সকাল ১০টায় একই স্থানে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, সুবিধামত সময়ে হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টান্ন বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন, সুবিধা মতন সময়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় ও সকল মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল ও সুবিধা মতন সময়ে সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা  হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com