কালুখালীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

ফজলুল হক || ২০২৪-০৩-১৭ ১৬:০৫:২১

image

কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় গতকাল ১৭ই মার্চ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে কালুখালীর চাঁদপুর মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন, সমবায় অফিসার মোঃ আঃ জব্বার, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, মুক্তিযোদ্ধা কামন্ড কাউন্সিলের পক্ষে সাবেক কমান্ডার আকামত আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইস্রাত জাহান উম্মন, কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুন্সি মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ পুষ্পস্তবক অর্পন করেন। 

পুষ্পমাল্য অর্পন শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব হাফেজ মোঃ ইমরুল হাসান। 

এরপর সকাল সাড়ে ১০টায় কালুখালী উপজেলা পরিষদ চত্ত্বরে শিশুদের নিয়ে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com