মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে রাজবাড়ী জেলার কর্মরত সাংবাদিকদের সম্মানে গতকাল ১৭ই মার্চ সন্ধ্যায় রাজবাড়ী প্রেসক্লাবের ব্যবস্থানপনায় পৌরসভার কমিউনিটি সেন্টারে আলোচনা সভা-দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী বক্তব্য রাখেন।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, রাজবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম রফিক উদ্দিন ও সাবেক সভাপতি মুসা বিশ্বাস বক্তব্য রাখেন।
এ সময় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অরুপ দত্ত হলি, রাজবাড়ী প্রেসক্লাবের সদস্যবৃন্দ, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাব, জেলা প্রেসক্লাব, গোয়ালন্দ প্রেসক্লাব, গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাব, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব, বালিয়াকান্দি প্রেসক্লাব, পাংশা প্রেসক্লাব, পাংশা উপজেলা প্রেসক্লাব, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ জেলায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ায় কর্মরত দুই শত সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তাদের লিখনির মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সকলের সামনে উপস্থাপিত হয়। তাদের সম্মানার্থে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে একটি মিলন মেলা তৈরি হয়েছে। রাজবাড়ী জেলার ইতিহাসে এই প্রথম সকল সাংবাদিক এক হয়েছে।
ইফতারের আগে দোয়া পরিচালনা করেন রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি ও ভাজনচালা হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মওলানা মোঃ ইলিয়াস হোসেন। ইফতারের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীর কেকস কাটেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার-অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলীসহ সাংবাদিক নেতৃবৃন্দ
এর আগে রাজবাড়ী প্রেসক্লাব, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাব ও জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতুকে ফুলেল শুভেচছা জানানো হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com