রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গত ১৭ই মার্চ সকালে মুক্তি মহিলা সমিতির উদ্যোগে টিডিএইচ’র সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে চিত্রাঙ্কন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এতে গোয়ালন্দ উপজেলার কয়েকটি স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, রাজবাড়ী শিল্পকলা একাডেমির চারুকলা শিক্ষক জিয়াউল হাসান লিংকন, ফরিদপুর চারুকলা একাডেমির শিক্ষক মোঃ আঃ রশিদ, টিডিএইচের রিচার্স সহকারী আজিত চন্দ্র বিশ্বাস, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে আয়োজকদের পক্ষ হতে অংশগ্রহণকারী শিশুদের হাতে চিত্রাংকন সামগ্রী, নগদ অর্থ ও খাবার তুলে দেয়া হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com