রাজবাড়ীতে উপজেলায় ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী

মাহফুজুর রহমান || ২০২৪-০৩-১৯ ১৬:০৭:০৬

image

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩-২৪ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ১৯শে মার্চ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে জেলার ৫টি উপজেলা হতে ৩৫জন বালক অংশগ্রহণ করে। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ মঞ্জুরুল আলম দুলাল ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com