প্রথম স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত হয়ে চলে যাওয়ায় মায়ের ইচ্ছে পুরণ করতে দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করতে গেলেন ব্যবসায়ী মোঃ মামুন মোল্লা।
ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে। দুধ দিয়ে গোসল করা মামুন মোল্লা ওই গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে। নারুয়া বাজারে লেপ-তোষক তৈরীর কাজ করেন তিনি।
জানা গেছে, দীর্ঘ ৬বছর আগে একই উপজেলার নবাবপুর ইউনিয়নের হাবিবুর বিশ্বাসের মেয়ে শাম্মি আক্তারের সাথে পারিবারিক ভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন মামুন মোল্লা। শাম্মি তার খালাতো বোন ছিলো। গত ২রা মার্চ স্ত্রী শাম্মি আক্তার পরকীয়া প্রেমে আসক্ত হয়ে একই এলাকার মুরগী ব্যবসায়ী তপনের সাথে রাতের আঁধারে পালিয়ে যায়। পরে মায়ের ইচ্ছে পুরণ করতে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগে আধা মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।
গত ১৭ই মার্চ ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর এলাকায় বিয়ে করেন তিনি।
বিয়ের বর মোঃ মামুন মোল্লা বলেন, শাম্মি আমার খালাতো বোন হতো। পারিবারিকভাবে আমাদের ৬ বছর আগে বিয়ে হয়। তবে শাম্মি পরকীয়া প্রেমে আসক্ত ছিলো এটা বুঝতে পারি নাই। গত ২রা মার্চ রাতে আমি দোকানে থাকা অবস্থায় ও পালিয়ে যায়। মা সে সময় আমাকে বলেছিলো দ্বিতীয় বিয়ে করার আগে দুধ দিয়ে গোসল করতে। তাই মায়ের কথা রাখতে দুধ দিয়ে গোসল করে বিয়ে করতে যাই।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com