রাজবাড়ী সদরে চেয়ারম্যান পদে গণসংযোগে মাঠে ব্যস্ত যুবদলের নেতা এডঃ নেকবর মনি

মাহফুজুর রহমান || ২০২৪-০৩-২০ ১৫:৫৩:৩৬

image

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। 

এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের কেউ কেউ দেয়ালে দেয়ালে রঙিন পোস্টার সাটিয়ে জানান দিচ্ছেন নিজেদের অবস্থান। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিজেদের প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। 

জানা গেছে, আসন্ন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন রাজবাড়ী জেলা যুবদলের অন্যতম নেতা এডঃ নেকবার হোসেন মনি। 

চেয়ারম্যান পদ প্রার্থী এডঃ নেকবার হোসেন মনি প্রতিদিনই তার নির্বাচনী এলাকায় কর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকান, পাড়া ও মহল্লায় জনসংযোগের পাশাপাশি লিফলেট বিতরণ করছেন।

এ বিষয়ে এডঃ নেকবর হোসেন মনি বলেন, ইতিমধ্যে আমি গণসংযোগ শুরু করে দিয়েছি। প্রতিটি অঞ্চল চষে বেড়াচ্ছি। ভোটারদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি এবং তাদের অভাব অভিযোগ গুলো শুনছি। যদি নির্বাচিত হই তবে সেসব নিয়ে কাজ করবো।
 উল্লেখ্য যে, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- বর্তমান রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, যুবদল নেতা রাজবাড়ী জজ কোর্টের এডঃ মোঃ নেকবর হোসেন মনি এবং বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com