পাংশা উপজেলার যশাই ইউপিতে এইচবিবি রাস্তায় খুশি জনসধারণ

মোক্তার হোসেন || ২০২৪-০৩-২২ ১৬:১৮:১৩

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির ধোপাকেল্লা গ্রামে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা প্রকল্পের এইচবিবি রাস্তা নির্মাণে খুশি হয়েছেন স্থানীয় জনসাধারণ।
 জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা প্রকল্পের ১ম কিস্তিতে ৫ লাখ ২৭ হাজার ২শত টাকা বরাদ্দে ৪২৬ ফুট দৈর্ঘ্য এবং ৭.৫ ফুট প্রস্থ বিশিষ্ট যশাই ধোপাকেল্লা তুরাপ মন্ডলের বাড়ি সংলগ্ন পাকা রাস্তা হতে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত রাস্তা এইচবিবিকরণ প্রকল্প গ্রহণ করা হয়। ইতোমধ্যে প্রকল্পের কাজ শতভাগ শেষ হয়েছে।
 গতকাল ২২শে মার্চ বিকালে প্রকল্পের ভিত্তিপ্রস্তর নামফলক স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর নামফলক স্থাপন করেন যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোসেন খান।
 ইউপি চেয়ারম্যান মোঃ আবু হোসেন খান, স্থানীয় হাচেন আলী মন্ডল, বরকত আলী বিশ্বাস, জাহিদ হোসেনসহ স্থানীয়রা জানায়, কাঁচা রাস্তাটি এইচবিবি রাস্তায় উন্নয়নে জনসাধারণের যাতায়াতে দুর্ভোগ দূর হয়েছে। রাস্তার উন্নয়নে ধোপাকেল্লা, বাঁশগ্রাম, সমসপুরসহ আশেপাশের লোকজনের প্রত্যাশা পূরণে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, পাংশা উপজেলা প্রশাসন, যশাই ইউপি সদস্যগণ এবং স্থানীয় জনসাধারণের প্রতি ধন্যবাদ জানান ইউপি চেয়ারম্যান মোঃ আবু হোসেন খান।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com