রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর বাজারে গতকাল ২২শে মার্চ সকাল ৮টায় খগেন চন্দ্র শীল(৬৭) নামে এক ব্যক্তির সেলুনের দোকান ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় গতকাল দুপুরে রাজবাড়ী সদর থানায় ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে খগেন চন্দ্র শীল।
অভিযুক্তরা হলো- কল্যাণপুর গ্রামের মোঃ আব্দুল হক শেখের ছেলে ও কল্যানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আতাউল শেখ(৪০), একই গ্রামের মোঃ আব্দুলের ছেলে মোঃ আলম(৪০), আব্দুল হাকিম খানের ছেলে মোঃ ইব্রাহিম(৩০) ও মোঃ মজিবর ফকিরের ছেলে মোঃ আকরাম ফকির(২৫)।
খগেন চন্দ্র শীল বলেন, ২০০৪ সালে কল্যাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন মোঃ সুরুজ মিয়া এবং সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক ছিলেন মোঃ মোমতাজ উদ্দিন শেখ। তারা দায়িত্বে থাকা অবস্থায় কল্যানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১১টি দোকান বিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করেন। মার্কেটের নাম দেয়া হয় স্কুল মার্কেট। ২০০৬ সালে ওই মার্কেটের দোকান ঘর বরাদ্দ দেয়া হয়। সে সময় আমি ৩৫ হাজার টাকা দিয়ে একটি দোকান বরাদ্দ নিয়েছি এবং শর্ত অনুযায়ী ভাড়া পরিশোধ করে দীর্ঘ ১৮ বছর ধরে আমি ওই দোকানে সেলুনের ব্যবসা করে আসছি।
তিনি বলেন, ২০২২ সালে মোঃ আতাউল শেখ কল্যাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হন। তিনি সভাপতি হওয়ার পর স্কুল মার্কেটের পেছনে কয়েকটি ঘর তোলা শুরু করেন। আমরা স্কুল মার্কেটের ব্যবসায়ীরা তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান মুক্তিযোদ্ধা কর্ণার করার জন্য ঘর নির্মাণ করছেন। এক পর্যায়ে দেখা যায় সেখানে ১১টি দোকান বিশিষ্ট নতুন মার্কেট করা হয়েছে। ৬/৭ মাস আগে আতাউল শেখ আমাদের মার্কেটের ব্যবসায়ীদের জানান, পুরাতন দোকান ছেড়ে দিয়ে ব্যবসায়ীদের নতুন মার্কেটের দোকান বরাদ্দ নিতে হবে। এজন্য তাকে মোটা অংকের টাকা দিতে হবে। আর পুরাতন দোকানগুলো তারা ভেঙে ফেলবেন। আতাউল শেখের কথা অনুযায়ী কয়েকজন ব্যবসায়ী পুরাতন দোকান ছেড়ে টাকা দিয়ে নতুন দোকান বরাদ্দ নেন। আমিও নতুন দোকান বরাদ্দ নিতে রাজী ছিলাম। কিন্তু আতাউল শেখ জানান, তিনি আমাকে কোন দোকান বরাদ্দ দিবেন না। আমার নাকি সেখানে কোন দোকান নেই। উল্টো তিনি আমাকে আমার পুরাতন দোকান ঘর ভেঙে এখান থেকে চলে যেতে বলেন। আমি আমার দোকান না ভাঙায় তিনি আমাকে ও আমার ছেলে লিটনকে কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন। অবশেষে আজ সকাল ৮টার দিকে আমার দোকান বন্ধ থাকার সুযোগে আতাউল শেখ ও তার সহযোগীরা আমার দোকান ঘর ভেঙে দোকানে থাকা চেয়ার-টেবিল ও আয়নাসহ সকল মালামাল লুট করে নিয়ে যায়। এতে আমার আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
খগেন চন্দ্র শীলের প্রতিবেশী দোকানী মোঃ রফিকুল ইসলাম বলেন, খগেন একজন দরিদ্র মানুষ। তিনি ও তার ছেলে এই ছোট্ট দোকান করে জীবিকা নির্বাহ করেন। স্কুলের নতুন মার্কেটের পথ পরিষ্কার করার জন্য তার দোকান ভাঙা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে কল্যাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সহ-সভাপতি বলেন, ম্যানেজিং কমিটির কারো সঙ্গে কোন প্রকার আলোচনা না করে এবং কোন রেজুলেশন ছাড়াই আতাউল শেখ তার একক সিদ্ধান্তে বিদ্যালয়ের সামনে নতুন মার্কেট নির্মাণ করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে বিদ্যালয় কেন্দ্রিক অনেক অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ আতাউল শেখ বলেন, আজ সকালে আমি বাড়ী থেকেই বের হইনি। তবে খগেন শীলের দোকান ভাঙার বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরেছি। এ দোকান ভাঙার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই।
বিষয়টি নিয়ে কথা বলতে কল্যাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঢাকায় আছি। দোকান ভাঙার বিষয়ে আমি কিছুই জানিনা।
তবে রেজুলেশন করে যথাযথ নিয়ম মেনেই স্কুলের সামনে নতুন মার্কেট নির্মাণ করা হয়েছে বলে দাবী করেন তিনি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখারুল আলম প্রধান বলেন, কল্যাণপুর বাজারে দোকান ভাঙার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com