কালুখালী দাখিল মাদ্রাসায় ২য়তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ফজলুল হক || ২০২৪-০৩-২৩ ১৬:১৩:৪৯

image

জাইকার অর্থায়নে ২০লক্ষ টাকা ব্যয়ে কালুখালী দাখিল মাদ্রাসার সম্প্রসারণকৃত দ্বিতল ভবনের নির্মাণ কাজ গত ২২শে মার্চ সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করা হয়েছে। 
 নির্মাণ কাজের উদ্বোধন করেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো।
 এ সময় জাকাউল্লাহ এন্ড ব্রাদার প্রোপাইটার জাকাউল্লাহ ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মোঃ মোতাহার হোসেন খান, মাদ্রাসা সুপার আবু নুর মোহাম্মদ ইমারত আলী খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইশতিয়াক হোসেন রানা চৌধুরী, সহ-সুপার কে এম তোফাজ্জেল হোসেন, আয়না আদর্শ একাডেমির সাবেক অধ্যক্ষ এ কে এম শওকত আলী খান, মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল ওহাব, মোঃ আব্দুর রশিদ, মোঃ মারুফ হোসেন, দেওয়ান আক্তার হোসেন, আঃ মালেক, মোঃ মোয়াজ্জেম হোসেন ও সিরাজুম মনিরাসহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com