আসন্ন ইলিশ সংরক্ষণ অভিযানের (১৪ই অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর) বিষয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা টাস্ক ফোর্স কমিটির আয়োজনে গতকাল ৬ই অক্টোবর বিকালে দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়ত এলাকায় মৎস্যজীবীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, প্যানেল চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোন্নাফ আলী, স্থানীয় আ’লীগ নেতা তোফাজ্জল হোসেন তপু, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহন মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) মোঃ রেজাউল শরীফ ও ক্ষেত্র সহকারী কৃষ্ণ লাল দাস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার জন্য মৎস্যজীবীসহ সকলের প্রতি আহ্বান জানান এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল-জরিমানার শাস্তি সম্পর্কে অবহিত করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com