ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ষ্টাফ রিপোর্টার || ২০২৪-০৩-২৩ ১৬:২১:৩৪

image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ ২৪শে মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।
 আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কবে, কোন তারিখের টিকিট বিক্রি করা হবে, তা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।  
 রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ ২৪শে মার্চ দেওয়া হবে ৩রা এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫শে মার্চ দেওয়া হবে ৪ঠা এপ্রিলের টিকিট, ২৬শে মার্চ দেওয়া হবে ৫ই এপ্রিলের টিকিট, ২৭শে মার্চ দেওয়া হবে ৬ই এপ্রিলের টিকিট, ২৮শে মার্চ দেওয়া হবে ৭ই এপ্রিলের টিকিট, ২৯শে মার্চ দেওয়া হবে ৮ই এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০শে মার্চ দেওয়া হবে ৯ই এপ্রিলের টিকিট।
 গত ১৩ই মার্চ ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকালে আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে বেলা দুইটা থেকে।
 প্রতিদিন আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। নন-এসি কামরায় মোট আসনের এক-চতুর্থাংশের সমান দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩রা এপ্রিল থেকে। সেদিন ১৩ই এপ্রিলের টিকিট পাওয়া যাবে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট(যঃঃঢ়ং://বঃরপশবঃ.ৎধরষধিু.মড়া.নফ/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com