রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ২৩শে মার্চ রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১১০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা মোমিন মৃধা ওরফে মেজর(৩৬) এবং ২৫পিস ট্যাপেন্টাডলসহ মাদক বিক্রেতা মুকুল বিশ্বাস (৪৫)কে গ্রেফতার করেছে।
এছাড়া পুলিশ বিভিন্ন মামলার আরও ৪জন আসামীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
জানা যায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ মিনহাজ উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ মাছপাড়া ডন মোড় বাজারে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা মোমিন মৃধা অরফে মেজরকে গ্রেফতার করে। মোমিন মৃধা অরফে মেজর মাছপাড়া ইউপির রামকোল বাহাদুরপুর গ্রামের খয়বর মৃধার ছেলে। তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে। এবারে তার নিকট থেকে উদ্ধারকৃত ১১০ পিস ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৩৩ হাজার টাকা।
অপরদিকে, এসআই আকরাম হোসেনসহ সঙ্গীয় পুলিশ বাবুপাড়া ইউপির ভুরকুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মুকুল বিশ্বাস নামের অপর একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। মুকুল বিশ্বাস মৌরাট ইউপির রুপিয়াট গ্রামের আলীমুদ্দিন বিশ্বাসের ছেলে। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য প্রায় সাড়ে ৭ হাজার টাকা।
ধৃত মোমিন মৃধা অরফে মেজর ও মুকুল বিশ্বাসের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ জানায়, এসআই দীপঙ্কর কুন্ডুসহ সঙ্গীয় পুলিশ সরিষা ইউপির সরিষা খাল পাড়া গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী জাহাঙ্গীর জাহান অরফে বনি(২৩), এসআই সেলিম হোসেনসহ সঙ্গীয় পুলিশ পাট্টা ইউপির মাদুলিয়া গ্রামে অভিযান চালিয়ে আলমগীর মন্ডল(৫৫) ও নিরব মন্ডল(২১) এবং এএসআই সোহেল খানসহ সঙ্গীয় পুলিশ পাংশা পৌরসভার নিমতলা মোড় নামক স্থানে অভিযান চালিয়ে রাকিব প্রামানিক (২০)কে গ্রেফতার করে। রাকিব প্রামানিক পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির জয়কৃষ্ণপুর গ্রামের রেজাউল করিম প্রামানিকের ছেলে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার এসব তথ্য নিশ্চিত করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com