আলীপুরে কৃষি জমির মাটি বিক্রির অপরাধে মোবাইল কোর্টে জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৩-২৫ ১৫:১৩:০৭

image

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নে কৃষি জমির ক্ষতি করে ইটভাটায় মাটি বিক্রির দায়ে গতকাল ২৫শে মার্চ দুপুরে মোবাইল কোর্ট তোরাপ আলী নামের এক ব্যাক্তিকে ১০হাজার টাকা জরিমানা করেছে।

 মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল আলম। 

এ সময় তিনি মাটি কাটা বন্ধ করে দেন এবং মাটি কাটার ভেকু ও ২ টি ড্রাম ট্রাক আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের জিম্মায় রাখেন।

 অভিযুক্ত তোরাপ আলী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মোঃ আঃ কাদের ভূইয়ার ছেলে।

 জানা গেছে, রাজবাড়ী-গোয়ালন্দ মহাসড়কের বা পাশে আলীপুর ও দাদশী ইউনিয়নের সীমানা এলাকায় পুকুর কেটে ইট ভাটায় মাটি বিক্রি করে আসছিলো তোরাপ। আর এতে আশেপাশের কয়েক একর কৃষি জমি হুমকির মুখে ছিলো আর এ মাটি ড্রাম ট্রাকে করে ভাটায় যাতায়াতের সময় ক্ষতি হচ্ছিলো গ্রামীন সড়কের। খবরটি পেয়ে ইউএনও সরেজমিনে জায়গাটি পরিদর্শন করেন। এ সময় মাটি বিক্রেতা তোরাপ আলীকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৫ ধারা ভঙ্গের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন।

 রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম বলেন, ফসলি জমি নষ্ট করে যারা মাটি কাটছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com