রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ হলরুমে গতকাল ২৫শে মার্চ বিকালে আমাল ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ান উম্মাহ বাংলাদেশ রমাদান ফুড ডিস্ট্রিবিউশন-২০২৪ উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে আমাল ফাউন্ডেশনের সিনিয়র অপারেশন এন্ড একাউন্টস ম্যানেজার কাজী নাসির আহমেদ, পাংশার পিআইও মোঃ আসলাম হোসেন, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ চাঁদ আলী খান, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা যায়, ১৪০জন দরিদ্র পরিবারের মাঝে ২৫কেজি ওজনের ১বস্তা চালসহ ১৫ রকমের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দরিদ্র পরিবারের লোকজন বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী পেয়ে খুশি হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com