করোনা ভাইরাসে আক্রান্ত রাজবাড়ী সদর ইউএনও সাঈদুজ্জামানকে ঢাকায় স্থানান্তর॥সকলের দোয়া কামনা

স্টাফ রিপোর্টার || ২০২০-১০-০৬ ১৪:৪৪:০৩

image

করোনায় আক্রান্ত রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানকে ঢাকার কর্মচারী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত ৫ই অক্টোবর বিকালে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে তাকে সেখানে রেফার করা হয়। 
  ইউএনও মোঃ সাঈদুজ্জামান খানের সহধর্মিনী ও দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সাদিয়া ইসলাম লুনা জানান, করোনার উপসর্গ নিয়ে নমুনা জমা দেয়ার পর গত ৩রা অক্টোবর তার রিপোর্ট পজিটিভ আসে। পরদিন ৪ঠা অক্টোবর সকালে তাকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সরকারী কর্মচারী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইউএনও মোঃ সাঈদুজ্জামান খানের করোনা মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com