মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৬শে মার্চ বিকালে উপজেলা পরিষদ কোর্ট চত্ত্বর মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এ প্রীতি ফুটবল ম্যাচে গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থা ও গোয়ালন্দ প্রেসক্লাব একে অপরের মুখোমুখি হয়।
প্রীতি ম্যাচে উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র।
অপরদিকে গোয়ালন্দ প্রেসক্লাব দলের নেতৃত্ব দেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন মোল্লা।
এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসজাদ হোসেন আজু, রাশেদুল হক রায়হান, সাধারণ সম্পাদক শামীম শেখ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও উপজেলা বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রীতি ম্যাচটি পরিচালনা করেন সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্র লীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু। খেলা শেষে অতিথিবৃন্দ খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com