বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

তনু সিকদার সবুজ || ২০২৪-০৩-২৮ ১৫:৪৩:৪১

image

বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ রুমে গতকাল ২৮শে মার্চ সকালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
 বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথিবৃন্দ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন। 
 এ সময় অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মানোবেন্দ্র মজুমদার ও কৃষি অফিসার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
 জানা গেছে, ২০২৩/২৪ অর্থ বছরে খরিপ -১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় পাট বীজ বিতরণ সহায়তা ও উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও ৩৫০ জনের মধ্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com