রাজবাড়ীতে রেলওয়ে ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত

রফিকুল ইসলাম || ২০২৪-০৩-২৮ ১৫:৫০:২৪

image

পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন লক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৮শে মার্চ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
 এ সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
 অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুনের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবায়েত মোঃ ফেরদৌস, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান, জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাইদ তায়্যেবী বক্তব্য রাখেন।
 সভায় জানানো হয়, রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। উক্ত জামাতে মহিলাদের নামাজ আদায়ের পৃথক ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানের দক্ষিণ পার্শ্বে আলাদা পর্দা টানিয়ে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হবে। বৃষ্টি কিংবা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হলে প্রধান জামাত জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
 ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাইদ তায্যেবী।
 এছাড়াও শহরের অন্যান্য জামাতসমূহ এলাকাভিত্তিক মসজিদ/ঈদগাহ ময়দানে স্থানীয়ভাবে সুবিধামত সময়ে অনুষ্ঠিত হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com