স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করতে প্রক্সি পরীক্ষায় জড়িত ৩জন কারাগারে

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৪-০৪-০১ ১৬:৫৬:১৯

image

রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ে ৩য় ও ৪র্থ শ্রেনীর (১১-২০ গ্রেড) শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করে প্রক্সি পরীক্ষায় জড়িত ৩জন ভুয়া পরীক্ষার্থীকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধান গতকাল ১লা এপ্রিল দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
 এর আগে গত ৩০শে মার্চ রাজবাড়ী জেলা শহরের পৌরসভার কার্যালয়ের পাশে হোটেল-৭১ এর নিচতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 গ্রেফতারকৃতারা হলো, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের বেলায়েত হুসাইনের ছেলে মোঃ সাইফুল ইসলাম ওরফে লিটন(৪৪), বরিশাল জেলার ভোলা সদরের মেদুয়া গ্রামের সামছল হক খানের ছেলে মোঃ আমান উল্লাহ(৩২) ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর গ্রামের আঃ রহিম মন্ডলের ছেলে মোঃ আমিরুল ইসলাম (৩৯)।
 প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৩০শে মার্চ রাজবাড়ী জেলা শহরের সিঙ্গারের মোড় থেকে ৩জন ভুয়া চাকরির পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রার্থীর নিকট থেকে প্রক্সি পরীক্ষা দেওয়ার জন্য গ্রহণ করা নগদ ২৪ হাজার ৫০০ টাকা, বিভিন্ন ব্যাংকের চারটি ব্লাঙ্ক চেকের পাতা এবং প্রশ্নপত্র ফাঁস করে প্রক্সি পরীক্ষা দেওয়ার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
 পরবর্তীতে ভুয়া পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে একজনের পরীক্ষা জাল জালিয়াতির মাধ্যমে অন্য জনকে দ্বারা দেওয়ায় এবং ইতিপূর্বে দেশের বিভিন্ন স্থানে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে পরীক্ষা দিয়ে ও প্রতারণা মূলক ভাবে চাকরীর প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করছে তারা।
 রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধান বলেন, এ বিষয়ে গ্রেফতারকৃত ৩জনসহ মোট ৭জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত ৩জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com