দাদশী ইউপির সাবেক চেয়ারম্যান বাচ্চু’র গরুর খামারের ঘরে আগুন

ষ্টাফ রিপোর্টার || ২০২৪-০৪-০১ ১৭:০১:৩৮

image

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রামে গতকাল ১লা এপ্রিল দুপুর ২টার দিকে নবনির্মিত গরুর ফার্ম বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডে পুড়ে ভষ্মিভুত হয়ে গেছে। এতে ১২লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
 জানা গেছে, দাদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান বাচ্চু প্রায় ৮লক্ষাধিক টাকা ব্যয়ে ৬মাস পূর্বে একটি গরুর ঘরটি নির্মাণ করেন। নিজস্ব ৭ বিঘা জমির উত্তোলনকৃত ১৫০ মণ পেয়াজ তুলে মজুর করে রাখেন ঘরটিতে। গতকাল সোমবার সকাল থেকেই গরুর ঘরটির লোহার দরজা ঝালাইয়ের কাজ করছিলো ২জন শ্রমিক। এ সময় ৭/৮ জন নারী-পুরুষ ওই ঘরটিতেই পেয়াজ কেটে সংরক্ষণ করা হচ্ছিল। আনুমানিক দুপুর ২টার দিকে গরুর ফার্মের ঘরটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কর্মরত শ্রমিকরা ফোন দিয়ে খবর দিলে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সেখানে গিয়ে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 
 দাদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান বাচ্চু বলেন, আগামী কোরবানী ঈদকে সামনে রেখেই দীর্ঘ ৬মাস পূর্বে সাড়ে ৮লক্ষ টাকা খরচ করে একটি গরুর ফার্ম নির্মাণ করি। নিজস্ব জমি থেকে পেয়াজ তুলে ওই ঘরেই মজুদ করে রাখা হয়েছিলো। আজ দুপুরে শ্রমিকদের মাধ্যমে খবর পাই আমার গরুর ফার্মে আগুন লেগে সব পুড়ে গেছে। নতুন ঘর ও সংরক্ষণে রাখা সব পেয়াজ পুড়ে শেষ। এতে প্রায় ১২লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।
 রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন জানান, প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com