কালুখালীতে প্রস্তাবিত সেনানিবাসের জায়গা পরিদর্শনে সেনাবাহিনীর প্রধান

ষ্টাফ রিপোর্টার || ২০২৪-০৪-০১ ১৭:০৪:১০

image

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি(বার), ওএসপি, এনডিইউ, পিএসপি, পিএইচডি গতকাল ১লা এপ্রিল সকালে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হরিণবাড়িয়া অবস্থিত প্রস্তাবিত ‘রাজবাড়ী সেনানিবাস’ এর জায়গা পরিদর্শন করেন। 
 সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সকাল ১০টা ১০মিনিটে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিনবাড়িয়ায় সাদার ঘাট নাম স্থানে অবতরণ করেন। এ সময় তাকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ অভ্যর্থনা জানান। 
 এছাড়াও সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদকে জেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। পরে তিনি ঘুরে ঘুরে প্রস্তাবিত সেনানিবাসের জায়গা পরিদর্শন করেন।
 এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএস লেঃ জেনারেল ওয়াকার-উজ-জামান, এ্যাডজুটেন্ট জেনারেল(এজি) মেজর জেনারেল মোঃ জুবায়ের সালেহীন, যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ, ডিএমকিউ ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ কায়সার হাসান মালিক, এএসইউ কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা, রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদসহ অন্যান্য সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 জানা গেছে, সেনাবাহিনী প্রধান হেলিকপ্টার যোগে অবতরণের পর পাওয়ার টিলার যোগে সেনাবাহিনীর অধিগ্রহণকৃত ভূমি এলাকা পরিদর্শন করেন। তিনি প্রস্তাবিত সেনানিবাস এলাকায় আর্টিলারি ফায়ারিং রেঞ্জ নির্মাণসহ ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে উপস্থিত সেনা কর্মকর্তাগণের সাথে মতবিনিময় শেষে বেলা ১১টা ১০মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।
 জানা গেছে, ২০১৫ সালের ১০ই জুন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া এলাকায় প্রস্তাবিত রাজবাড়ী সেনানিবাস নির্মাণের জন্য জেলা প্রশাসন ১৪১০ একর সরকারী খাস জমি বাংলাদেশ সেনাবাহিনীকে দীর্ঘ মেয়াদী বন্দোবস্ত প্রদান করে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com