বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষ্যে গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২৪-০৪-০২ ১৬:১৬:৪৬

image

আগামী ১৪ই এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ পহেলা বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিনে বর্ষবরণ উৎসব পালন উপলক্ষ্যে গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল ২রা এপ্রিল বিকালে শহীদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে প্রস্তুতিমূলক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আহবায়ক মোঃ ইউনুস মোল্লা’র সভাপতিত্বে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ কেএম মোহিত হিরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির পলাশ, উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, সাংবাদিক গণেশ পাল, মোঃ শহিদুল ইসলাম বাবলু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ আসাদউজ্জামান সেলিম সহ স্থানীয় সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠন, স্থানীয় সুধী সমাজ উপস্থিত ছিলেন। 
 সাধারণ সভায় সবার সর্বসম্মতিক্রমে পহেলা বৈশাখ উদযাপন পরিষদ পরিচালনার আহবায়ক হিসেবে সাবেক আহবায়ক মোঃ ইউনুস মোল্লাকে পুনরায় আহবায়ক এবং আবুল কালাম আজাদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com