আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গতকাল ৩রা এপ্রিল বিকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া টার্মিনালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ,পিপিএম-সেবা বক্তব্য রাখেন।
গোয়ালন্দ ঘাট ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক বাণিজ্য মোঃ সালাহ উদ্দিন, আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ, নৌ পুলিশ, উপজেলার চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, বিআইডব্লিউটিএ, মাহিন্দ্র মালিক সমিতি, মটর শ্রমিক, বাস মালিক সমিতি, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ও ফেরী ঘাট দিয়ে যাতে যাত্রী ও যানবাহন নির্বিঘেœ পারাপার হতে পারে এ লক্ষ্যে রাজবাড়ী জেলা পুলিশ সর্বাতœক কাজ করছে। ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, থ্রট পার্টির খপ্পরে না পড়েন এজন্য জেলা পুলিশের সর্বোচ্চ নজরদারির পাশাপাশি সড়কে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, নদী পার হয়ে ঘাটে আসা যাত্রীগুলো যেন সঠিক ভাড়া দিয়ে যানবাহনে যেতে পারে সেজন্য প্রতিটি কাউন্টারে ভাড়া তালিকা টানাতে হবে। রিক্সা, থ্রি হুইলার মাহিন্দ্র, অটোরিকশা যেন নিয়ম-শৃঙ্খলা মেনে চলাচল করে সে জন্য চালক, মালিকদের প্রতি দৃষ্টি আকর্ষণসহ চালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহবান জানান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com