হার পাওয়ার প্রকল্পে আওতায় রাজবাড়ীতে ৭৫ নারী প্রশিক্ষনার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ

ষ্টাফ রিপোর্টার || ২০২৪-০৪-০৫ ১৭:৪৭:২০

image

প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার হিসেবে রাজবাড়ী জেলায় ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় গতকাল ৫ই এপ্রিল সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ৭৫ জন নারী প্রশিক্ষনার্থীদের মধ্যে একটি করে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। 
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপগুলো প্রশিক্ষনার্থীদের হাতে তুলে দেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
 রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন ।
 অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ,পিপিএম-সেবা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন জেলা প্রোগ্রাম অফিসার মোহাম্মদ জুনাইয়েদ বিন ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।
 প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, নারীদের স্বাবলম্বী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। নারীরা যাতে স্বাবলম্বী হয়ে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারে এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য। জননেত্রী শেখ হাসিনা যেটা চিন্তা করেন, যেটা করতে চান সেটা সাধারণ মানুষের ভালোর জন্যই করেন।
 রেলপথ মন্ত্রী বলেন, স্কুল ও কলেজ গুলেতে যে ল্যাপটপ দেওয়া হচ্ছে এগুলোর সঠিক ব্যবহার ও সঠিক প্রয়োগ হচ্ছে না। সারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার ল্যাপটপ দেওয়া হচ্ছে স্কুল ও কলেজ গুলোতে। এই ল্যাপটপ দেওয়া হচ্ছে একটা কারণেই যাতে ছাত্র ও ছাত্রীরা আধুনিক শিক্ষায় পারদর্শী হতে পারে এবং তারা যাতে ব্যবহারিক শিক্ষাটা পেতে পারে। আজকে যেই উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ল্যাপটপ তোমাদেরকে দিচ্ছে সেই উদ্দেশ্যকে সাফল্য মন্ডিত করতে হবে তোমাদেরকে। জীবনের প্রতিষ্ঠা লাভ করতে গেলে এই ল্যাপটপের সঠিক ব্যবহার করতে হবে।
 সম্মানিত বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন পুরুষ ও নারীর মধ্যে যেই বৈষম্য এটা দূর করার জন্য। যাতে মেয়েরা স্বাবলম্বী হতে পারে সেই জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। প্রতিটি স্কুলে শেখ রাসেল ল্যাপটপ দেওয়া হয়েছে। কিন্তু এর সঠিক ব্যবহার হচ্ছে না। আমি অনেক স্কুলেই গিয়েছি, শিক্ষকদের বলেছি শিক্ষার্থীদের কম্পিউটারের প্রশিক্ষণ দিতে।
 তিনি আরও বলেন, বর্তমান যুগে কম্পিউটার জানা না থাকলে কোথাও কোন চাকরীর হওয়ার সুযোগ নেই। আজকে তোমরা যারা ল্যাপটপ পেয়েছো তারা এর সঠিক ব্যবহার শিখবে। তোমরা যাতে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারো এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের এই ল্যাপটপ দিয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই। পর্যায়ক্রমে আরও বেশি বেশি শিক্ষার্থীদের ল্যাপটপ দিতে পারি সে ব্যবস্থা করা হবে। ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ স্মার্ট বাংলাদেশ হবে এ জন্য আমাদের সকলকেই সচেতন হতে হবে।
 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য পুত্র  মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানায় এই ‘হার পাওয়ার’ প্রজেক্টের মাধ্যমে প্রকৃত পক্ষে নারীর ক্ষমতায়নে দেওয়া হয়েছে তার জন্য। এই উদ্যোগটা নেওয়া হয়েছে একবারে তৃণমূল পর্যায়ে যেখানে আমরা উপজেলা ভিত্তিক ল্যাপটপ গুলো বিতরণ করছি। ল্যাপটপ দেওয়ার মূল কথা হচ্ছে আমরা যে ৬ মাস ভিত্তিক প্রশিক্ষণ নিয়েছি সেই প্রশিক্ষণের মধ্যে দক্ষ জনশক্তি তৈরি করলাম। আজকে যেই ৭৫ জন ল্যাপটপ পেয়েছে তারা তাদের যোগ্যতার ভিত্তিতে পেয়েছে। তারা ৬ মাস প্রশিক্ষণ গ্রহণ করেছে। প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করার পর প্রধানমন্ত্রী পুরস্কার স্বরূপ তাদের প্রত্যেক জনকে একটি করে ল্যাপটপ দেওয়া হলো। আজকে যারা ল্যাপটপ পেয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিজেরা একেকজন উদ্যোক্তা হন। প্রধানমন্ত্রী সবসময় বলেন আমরা চাকরী প্রত্যাশীর থেকে উদ্যোক্তা তৈরি করবো। যাতে এক জন উদ্যোক্তা ১০ জন, ২০ জন, ৫০ জন কে চাকরি দিতে পারে।
 এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রুপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউজ্জামান চৌধুরী টিটু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডলসহ জেলা প্রশাসক কার্যালয়ে উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com