পাংশায় রেলপথ মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান

মোক্তার হোসেন || ২০২৪-০৪-০৭ ১৫:৪৫:০৭

image

নিজ নির্বাচনী এলাকা রাজবাড়ী-২ আসনের পাংশা উপজেলা থেকে সফর শেষে সড়ক পথে রাজধানী ঢাকায় ফেরার প্রাক্কালে গতকাল ৭ই এপ্রিল দুপুরে পাংশা ডাক বাংলো চত্বরে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিকে জেলা পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। 
 এ সময় গার্ড অব অনার মঞ্চে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ও পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা উপস্থিত ছিলেন।
 রাজবাড়ী পুুলিশ লাইন্সের এসআই মুক্তার আলীর নেতৃত্বে পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
 জানা যায়, রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি গতকাল রবিবার দুপুরে পাংশা ডাক বাংলো চত্বরে পৌছালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদার তাকে স্বাগত জানায়। রেলপথ মন্ত্রী সেখানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
 উল্লেখ্য, রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হওয়ার পর ৭ম বারের মতো ২দিনের সরকারী সফরে সড়ক পথে গত ৫ই এপ্রিল তিনি রাজবাড়ীতে আসেন। দু’দিনে কর্মব্যস্ত সময় পার করে গতকাল ৭ই এপ্রিল বিকালে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি রাজধানী ঢাকায় ফিরেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com