‘স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে গতকাল ৮ই এপ্রিল সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস দিবসে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের পান্না চত্ত্বর মোড় প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক, জেলা স্কাউটস ও জেলা রোভারের সভাপতি আবু কায়সার খান উপস্থিত ছিলেন।
এ সময় রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), জেলা স্কাউটসের কমিশনার ও জেলা রোভারের সহ-সভাপতি সূবর্ণা রাণী সাহা, জেলা রোভারের সম্পাদক মোঃ আবদুর রশিদ মিঞা, জেলা স্কাউটস্ এর সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা কমিশনার(এএলটি) সুকুমার বিশ্বাস ও ইউনিট লিডার শহিদুল ইসলাম, স্কাউটার(উডব্যাজার) নুরুন নাহার রুপা উপস্থিত ছিলেন।
বর্ণ্যাঢ্য র্যালীতে রাজবাড়ী জেলা স্কাউটস ও জেলা রোভারের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com