রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৪-০৪-১৫ ২০:১৬:৫৩

image

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৫ই এপ্রিল সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রটে মোছাঃ মোরশেদা খাতুনের সঞ্চালনায় সভায় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেল সুপার মোঃ আব্দুর রহিম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমির হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেনসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বর্তমানে রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। জেলা আইন-শৃঙ্খলা কমিটি জেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ কমিটি। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা কমিটিতে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু সংশ্লিষ্ট বিভাগ সেটা সমাধানের উদ্যোগ গ্রহণ করছে না। সেগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, ক্যান্সার কিডনি লিভার সিরোসিসি এর অনুদান সংক্রান্ত জেলা কমিটির সভা, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা, জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com