আসন্ন কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৪-০৪-১৫ ২০:১৭:৫১

image

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ৩টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। কালুখালী উপজেলাসহ ১৫২ টি উপজেলায় আগামী ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবিএম রোকনুজ্জামান, মোঃ এনায়েত হোসেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটু ও মোঃ মাসুদুর রহমান নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে মোঃ রিপন শেখ, রেজাউল করিম, মাহমুদ হাসান সুমন, মুহাম্মদ ফজলুল হক(সাংবাদিক) ও ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে মোছাঃ শিল্পী আক্তার, মোছাঃ ডলি পারভীন ও মোছাঃ শারমিন আক্তার মনোনয়ন পত্র দাখিল করেছেন।
জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদে নির্বাচনে দলীয় কোন প্রতীক থাকছে না। আলিউজ্জামান চৌধুরী টিটু কালুখালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
উল্লেখ্য, প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলা পরিষদে আগামী ৮ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ই এপ্রিল, যাচাই বাছাই ১৭ই এপ্রিল, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ২২ শে এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ শে এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ই মে।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম বলেন, প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে আজ ১৫ই এপ্রিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। প্রথম ধাপে রাজবাড়ী জেলার দুইটি উপজেলা পাংশা ও কালুখালীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৭ই এপ্রিল, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ২২ শে এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ শে এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ই মে।
উল্লেখ্য যে, কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের ৭০হাজার ৬০৫জন (পুরুষ), ৬৭ হাজার ২৮ জন(মহিলা) ও ১জন তৃতীয় লিঙ্গের ভোটারসহ  মোট ১লক্ষ ৩৭ হাজার ৬৪৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলার মোট ৫০টি কেন্দ্রে ৩০৬ স্থায়ী ও ১৫টি অস্থায়ীসহ মোট ৩২১টি কক্ষে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com