রাজবাড়ীর শহীদ ওহাবপুর ইউনিয়নের পশ্চিম রূপপুর সরকারী প্রাথমিক স্কুল মাঠে বৈশাখী মেলা উদ্বোধন

রফিকুল ইসলাম || ২০২৪-০৪-১৬ ১৫:৪৭:৩৭

image

পহেলা বৈশাখের আনন্দ ভাগাভাগি করতে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ৯৫নং পশ্চিম রূপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে(সেনের মাঠ প্রাঙ্গণে) শুরু হয়েছে ৭দিনব্যাপী বৈশাখী মেলা।
 গত ১৫ই এপ্রিল সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এ বৈশাখী মেলার উদ্বোধন করেন রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। 
 রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফরিদ আহম্মেদ ও আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 
 শহীদ ওহাবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বৈশাখী আনন্দ উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন উপস্থিত ছিলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com