রাজবাড়ীর অন্তার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে ডিপ্লোমা শিক্ষার্থীর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার || ২০২৪-০৪-১৮ ১৮:০৩:০৯

image

রাজবাড়ী সদর উপজেলায় বরাট ইউনিয়নের অন্তারমোড় এলাকায় গতকাল ১৮ই এপ্রিল দুপুরে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নদীতে ডুবে মোঃ সরোয়ার উদ্দিন সোহান(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত সরোয়ার উদ্দিন সোহান রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের চর আন্ধারমানিক গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে। সোহান ফরিদপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল বিভাগের ছাত্র ছিলেন।
 সোহানের মামাতো ভাই পারভেজ উল্লাহ জানান, সোহান তার ৭/৮ জন বন্ধুদের সাথে গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ এলাকা থেকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড় এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যায়। তারা সেখানে গিয়ে আড্ডা দেওয়ার পাশাপাশি ছবিও তোলেন। ওই সময় স্থানীয় বেশি কিছু লোকও গোসল করছিল। এরই মাঝে হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আশপাশসহ নদীতে তাকে খোঁজাখুজি শুরু করলে এক পর্যায়ে পদ্মা নদী থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সোহানকে মৃত ঘোষণা করেন।
 রাজবাড়ী থানার  পরিদর্শক(তদন্ত) মোঃ এসরাকুল ইসলাম বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com