পাংশায় জাসদের আলোচনা সভা-ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২৪-০৪-১৯ ১৯:৪০:৫৭

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সমাজতান্ত্রিক দল- জাসদের উদ্যোগে গতকাল ১৯শে এপ্রিল বিকালে পাংশা বাস স্ট্যান্ডের এবি চৌধুরী রহমান মার্কেটে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
 পাংশা উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম রবিউল ইসলাম কুসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোবায়দুল হক টিপু, সহ-সভাপতি আবুল হোসেন মেম্বার, প্রচার সম্পাদক মুরাদ মন্ডল, অর্থসম্পাদক হরিশ চন্দ্র বিশ্বাস ও সাবেক সভাপতি আব্দুল বারেক মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।
 বক্তারা তৃণমূলে জাসদের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে পাংশা উপজেলা জাসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com